মীম, Age: ২৭
২৭ বছর বয়সী মীম, ঢাকার ওয়ারী এলাকার বাসিন্দা। গর্ভাবস্থায় ৮ম সপ্তাহ চলাকালীন, আত্মীয়ের পরামর্শে আজগর আলী হাসপাতালে ডাঃ নাতাশা তিলোত্তমা, কনসালটেন্ট-অবস্টেট্রিক্স, গাইনোকলজি এন্ড ইনফার্টিলিটি-এর শরণাপন্ন হন। ডাক্তার যথাযথ পর্যবেক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা শেষে রোগীকে নরমাল ডেলিভেরির জন্য উৎসাহ দেন। রোগী একইভাবে ডাক্তারকে সমর্থন করেন এবং সেই অনুসারে ইপিডুরাল পদ্ধতিতে ৩৯ সপ্তাহে ব্যথামুক্ত নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন হয়। আল্লাহর রহমতে ও ডাক্তারের ঐকান্তিক প্রচেষ্টায় কোন সমস্যা ছাড়াই তিনি পুত্র সন্তান প্রসব করেন। আলহামদুলিল্লাহ্ এখন মা ও সন্তান উভয়েই সুস্থ আছেন।