সাবরিনা সাখাওয়াৎ, Age: 30
৩০ বছর বয়সী, সাবরিনা সাখাওয়াৎ, ঢাকার বাসিন্দা। পূর্ববর্তী গর্ভপাত (Abortion) ও ডিএন্ডসি (Dilation & Curettage)-সমস্যার কারনে তার জরায়ু ক্ষতিগ্রস্থ হয় (Asherman Syndrome) এবং দু'টি টিউব বন্ধ (Block) হয়ে যায়। অতঃপর তিনি ২০২০ সালে Rupture Ectopic Pregnancy & Shock-নিয়ে আজগর আলী হাসপাতালে আসেন এবং ডাঃ নাতাশা তিলোত্তমা, কনসালটেন্ট-অবস্টেট্রিক্স, গাইনোকলজি এন্ড ইনফার্টিলিটি-এর তত্ত্বাবধানে ভর্তি হন ও সুচিকিৎসা পান।
পরবর্তীতে তিনি বন্ধ্যাত্বের সমস্যার জন্য নিয়মিত চিকিৎসা নেন, এ অবস্থায় ল্যাপারোস্কপি এন্ড হিষ্টেরোস্কোপি (Laparoscopy & Hysteroscopy)-এর মাধ্যমে জরায়ুর মধ্যে ব্যান্ড ছাড়ানো হয় ও ক্ষতিগ্রস্থ টিউবটি ঠিক করা হয়। এই অপারেশনের ২-মাস পর ডাক্তারের নিয়মিত পর্যবেক্ষণে তিনি গর্ভধারণ করতে সক্ষম হন এবং নির্দিষ্ট সময়ে সফল সিজারিয়ান ডেলিভারি সম্পন্ন হয়। তার একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। আল্লাহর কৃপায় মা ও মেয়ে দুজনেই ভালো আছেন।