অংকন, Age: ১৭
১৭ বছর বয়সের অংকন, সূত্রাপুর, ঢাকার বাসিন্দা। বছরখানেক ধরে মাথা ব্যথার যন্ত্রনায় ভুগছেন। শুরুতে গুরুত্ব না দিয়ে ঔষধ খেয়ে ব্যথা নিবারণ করতো। ৮ নভেম্বর, হঠাৎ সকালে ঘুম থেকে উঠার পর প্রচন্ড মাথা ব্যথা অনুভুত হয় যা ক্রমশই অসহনীয় পর্যায়ে পৌঁছতে থাকে। নিকটস্থ একটি স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে ডাক্তার তাকে পর্যবেক্ষণ করে আজগর আলী হাসপাতালে নিয়ে যাবার পরামর্শ দেন। ৯ নভেম্বর, রাতে রোগীকে আজগর আলী হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয় এবং তার অবস্থা বিবেচনায় ততক্ষণাত ডাঃ মোঃ মতিউল ইসলাম, কনসালটেন্ট - ক্রিটিক্যাল কেয়ার-এর তত্ত্বাবধানে আইসিইউ-তে ভর্তি করা হয় ও লাইফ সাপোর্টে রাখা হয়। মাথায় রক্তক্ষরণ হওয়ায় একই দিনে ডাঃ মাসুদ আনোয়ার, সিনিয়র কনসালটেন্ট - নিউরোসার্জারি-এর তত্ত্বাবধানে মাথায় একটি ড্রেইন তৈরী করা হয়, রক্ত বের করার জন্য। তার রক্তক্ষরণের কারন হিসেবে রক্তনালীর একটি ত্রুটি (যা AVM নামে পরিচিত) পাওয়া যায়, যা ১২ নভেম্বর আঠা জাতীয় পদার্থের মাধ্যমে রক্তনালীর রক্তক্ষরণ সম্পূর্ণ বন্ধ করা হয় (Intravascular Embolization)। এ অবস্থায় তিন দিন পর রোগীর জ্ঞান ফিরলে সে সবাইকে চিনতে পারে ও ভাল বোধ করে। এভাবে আইসিইউ-তে ৮ দিন লাইফ সাপোর্টে থেকে যথাযথ চিকিৎসার পাশাপাশি ডাক্তার-নার্সদের নিবিড় পরিচর্যা ও প্রচেষ্টায় রোগী এখন বিপদমুক্ত এবং আগের চাইতে সুস্থ, মাথার ব্যাথাটিও সহনীয়। আল্লাহর নিকট শুকরিয়া, তাঁর অশেষ রহমতের জন্য। সম্পূর্ণ চিকিৎসা প্রক্রিয়াটি সময়সাপেক্ষ (ন্যূনতম ৬ সপ্তাহ) বিধায়, ডাক্তারের অধীনে চিকিৎসা চলবে।