রাফায়েত উল্লাহ্, Age: ৬৪
জনাব রাফায়েত উল্লাহ্, ঢাকার বাড্ডা এলাকার বাসিন্দা। ২০১৯ সালে কোভিডের ১ম প্রকোপে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় আজগর আলী হাসপাতালের আইসিইউ এবং পরবর্তীতে সিসিইউ-তে ভর্তি থেকে চিকিৎসা নেন এবং তিনি সুস্থ হয়ে বাড়ী ফেরেন। অতঃপর প্রায় দেড় বছর সুস্থ ছিলেন, হঠাৎ তিনি অনুভব করলেন চলতে-ফিরতে অস্বস্তি লাগছে, বিশেষ করে মোটরসাইকেল চালাতে গেলে ভারসাম্যহীনতা দেখা দিচ্ছে, ঘন ঘন প্রস্রাবের পাশাপাশি অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন, বিষয়টি তাঁকে ভাবিয়ে তুললো। এমতাবস্থায় ভাগ্নীর পরামর্শে শরণাপন্ন হলেন আজগর আলী হাসপাতালের ডায়াবেটোলজি এন্ড এন্ডোক্রাইনোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট, ডাঃ রমেন চন্দ্র বসাক-এর।প্রাথমিক পরীক্ষায় দেখা গেলো রোগীর HbA1c (৩ মাসে রক্তে শর্করার গড় মাত্রা পরিমাপক) রিপোর্ট ১২.৮৯, খালি পেটে ৯.৮৮ যা কিনা স্বাভাবিকের তুলনায় অনেক বেশী (আদর্শ মাত্রা ৬.৭ এর নীচে)। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস সনাক্ত হতেই ডাক্তার দ্রুত চিকিৎসা শুরু করেন এবং রোগীকে ব্যবস্থাপত্র অনুসরণ করার উপদেশ দেন ও যথাযথ পর্যবেক্ষণে রাখেন। এভাবে নিয়মিত চিকিৎসা নেবার পর আল্লাহর রহমতে রোগীর ডায়াবেটিস এখন নিয়ন্ত্রিত। সাম্প্রতিক HbA1c রিপোর্ট ৬.২ (আদর্শ মাত্রা ৬.৭ এর নীচে) এবং তাঁর ইনসুলিন নেবার প্রয়োজন হচ্ছেনা।